নমস্কার...... আমি আদিশ্ৰী......! আমি একজন ছাত্রী কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। আমার বাড়ী পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলের এক ছোট্ট শহরে।অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু লিখবো কিন্ত ঠিক সাহস পাচ্ছিলাম না যে কি বিষয়ে লিখবো আর আদৌ মানুষ পড়বে কি না। ...... কাহিনীটা হলো একটা মেয়ের আমার জীবনের সাথে অনেক মেল আছে। তার মানে সেই মেয়েটা আমি কি না তা জানতে আমার লেখা এই কাহিনী টি তার আগে পড়তে হবে। ঠিক কোথা থেকে আরম্ভ করবো ঠিক বুঝতে পারছি না। মেয়ে তার নাম হলো রেখা। তাদের পরিবার মা বাবা ও দুই বোন এবং এক ভাই। বাড়ির বড়ো মেয়ে হলো রেখা। বোন এর নাম জয়া আর ছোট্ট ভাই এর নাম বাবাই। বাবা দেবী হলেন একটা কারখানার একজন শ্রমিক আর মা গৃহবধূ। রেখা আর জয়া এখন গ্রাজুয়েশন করছে।জয়া রেখার থেকে তিন বছরের ছোট। বাবাই এখন অনেক ছোট সে এখন ক্লাস ফোর এ পড়ে এক প্রাইভেট স্কুলে।এটা তো হলো ফ্যামিলি ডেসক্রিপশন। এবার আসা যাক গল্পে। যখন রেখার তিন থেকে সাড়ে তিন বছর বয়স সেই সময় থেকে তার অনেক কথায় স্মৃতি হয়ে তার মস্তিসকে রয়েছে ভাবলে অবাক লাগে যে ওই বয়সের ও কথা তার মনে আছে। যাই হোক ,সেই ...
Posts
Showing posts from July, 2019